রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
চট্রগ্রাম (রাঙ্গুনিয়া) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টলার ঐতিহ্যবাহী পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সম্মানিত শ্রদ্ধেয় দু’জন শিক্ষক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের আলকাদেরী ও সহকারী শিক্ষক মাহাবুবুল আলমের অবসর গ্রহণ করায় মাদরাসার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা এবং ২০২০ সালের অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল মাদরাসার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সভাপতি ও রাঙ্গুনিয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দীন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংবর্ধীয় ও অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের আলকাদেরী ও সাবেক সহকারী শিক্ষক মাস্টার মাহাবুবুল আলম।
আরও পড়ুনঃ মধুপুরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুজিবুর হক কুতুবী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ও মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
সভায় আরো উপস্থিত ছিলেন, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান সওদাগর, আরবি প্রভাষক মাওলানা নুরুল ইসলাম, বাংলা প্রভাষক নিজাম উদ্দীন, ইতিহাস প্রভাষক মাওলানা কুতুব উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা দিলদার হোসাইন, সহকারী মাওলানা আবদুল কাদের, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এয়াকুব, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, তানিয়া সুলতানা জেসমিন, মোজাহেদুল ইসলাম, মাওলানা হাসান মঈন উদ্দীন, এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, শিক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply