বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— উৎপাদন যত বাড়বে বাজারে মাংসের দাম তত কমে আসবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এসময় তিনি আরও বলেন, একসময় বাংলাদেশে সব কিছুর উৎপাদন কম ছিলো এখন উৎপাদন বেশী হয়েছে তাই বাজারে এর দাম দিন দিন কমে আসছে, কারণ চাহিদার সাথে দাম নির্ভর করে। আমাদের এই শিল্পটাকে টিকিয়ে রাখতে হলে আমাদেরও কিছুটা ত্যাগ শিকার করতে হবে। বাংলাদেশে বাহিরের দেশ থেকে কোন মাছ আসেনা, যেটা আসে সেটা ব্লাকে আসে। সরকারের বাহিরে আগে যেখানে ভারত ও মিয়ানমার থেকে মাছ আসতো এখন সেটা বন্ধ রয়েছে। এছাড়া দেশের বাহিরে থেকে কোন মাংস আমদানি করা হচ্ছে না। কিছু বড় বড় রেস্টুরেন্ট টুকি টাকি একটু মাংস বিদেশ থেকে আমদানি করে, কারণ আমাদের দেশের মাছ মাংসে আমরা স্বয়ং সম্পূর্ণ।
আরও পড়ুনঃ জনগণের সাথে যাদের সুসম্পর্ক আছে তারাই নেতা নির্বাচিত হবে–রমেশ চন্দ্র সেন
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এ বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ এ যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুই দিন ব্যাপি এ বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের চার শতাধিক বিজ্ঞানী অংশ গ্রহন করেন।
আরও পড়ুনঃ সিংড়ায় পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি প্রাণিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব জাকির হোসেন আকন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জব্বার শিকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ প্রাণিসম্পদ প্রতিষ্ঠান বিএলআরআইয়ের পরিচালক ড.নাথু রাম সরকারসহ আরো অনেকে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply