রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— পাবনা জেলায় সোমবার (২৭-০১-২০২০ইং) ১১ ঘটিকায় ওয়াই আকৃতির সেতুর দাবীতে এক ঐতিহাসিক বিশাল মানবন্ধন পালন করেছে পাবনাবাসী । পাবনা জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে (গিনেস বুক অব ওয়ার্ল্ড) অর্ন্তভূক্তির লক্ষ্যে ১৪০ কিলোমিটার ব্যাপী ঐতিহাসিক মনবন্ধনটি বিশ্ব রেকর্ড করবে বলে পাবনাবাসীদের দাবী ।
ঐতিহাসিক মানবন্ধনের রুট-কাজীরহাট, বাঁধেরহাট, কাশিনাথপুর, বিরামপুরদুলাই, চিনাখড়া, বনগ্রাম, মাধপুর, আতাইকুলা- গংগারামপুর-পুষ্পপাড়া মাদ্রাসা-পাবনা ক্যাডেট কলেজ- বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বাস টার্মিনাল, মুজাহিদ ক্লাব, ডিসি অফিস, প্রেস ক্লাব, সরকারী এডওয়ার্ড কলেজ, মালিগাছা, টেবুনিয়া-দাশুড়িয়া ও ঈশ্বরদী রেলস্টেশন সহ আরও অনেক জায়গাতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
ঐতিহাসিক বিশাল উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান মুঞ্জুরএলাহী, আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস, ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু ইউনুস, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনছুর আলম পিন্টু, পাইকরহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সোবহান, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ সকল নানা পেশার মানুষ উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন ।
মানবন্ধনে উপস্থিত বক্তাদের সকলের প্রাণের দাবি মানিকগঞ্জ-আরিচা-পাবনা (নগরবাড়ী-কাজীরহাট)-দৌলদিয়া রাজবাড়ী সংযোগকারী দ্বিতীয় যমুনা-পদ্মা বহুমুখী ওয়াই আকৃতির সেতু দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট দাবি জানান । পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুল্লাহ মানবন্ধন সফল করায় পাবনাবাসীকে অভিনন্দন জানিয়ে কাজীরহাট দ্বিতীয় যমুনা সেতুর দাবিত পুরণে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান ।
এস এম হাবিবুল্লাহ আরও বলেন, কাজিরহাট ওয়াই আকৃতির দ্বিতীয় সেতু নির্মাণ করা হলে পাবনার সাথে ঢাকা যোগাযোগের দুরুত্ব প্রায় ৮৩ কিলোমিটার কমে যাবে , ফলে পাবনায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেই সাথে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে ঢাকায় প্রেরন করতে পারবে । পাবনাবাসীর প্রাণের দাবি পাবনা জেলাকে অর্ন্তভূক্ত করে ওয়াই টাইপের সেুত নির্মানের দাবি বাস্তবায়ন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করা হয় ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply