সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
টাঙ্গাইল (মধুপুর) থেকে মোঃ আঃ হামিদঃ— “বাল্যবিবাহকে না বলি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” শ্লোগানটিকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এলজিসি কর্মসূচির মাধ্যমে “বাল্যবিবাহ বন্ধ শীর্ষক বর্নাঢ্য র্যালী, বিতর্ক প্রতিযোগিতা, নাটিকা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার(২৭ জানুয়ারী) দিন ব্যাপী এ কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, বিতর্ক প্রতিযোগীতা, নাটিকা ও আলোচনা সভা। সকাল এগারটার সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। উক্ত র্যালীতে উপজেলা প্রশাসনের সকল অফিসের কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন। র্যালীটি উপজেলা চত্তর হতে বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক গুলো প্রদক্ষিন করে। সড়ক প্রদক্ষিন শেষে মধুপুর অডিটরিয়াম হলরুমে এসে শেষ হয়।
অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শরীফ নজরুল ইসলাম উপপরিচালক স্থানীয় সরকার টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ ছরোয়ার আলম খান আবু চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ, মোঃ আমান উল্লাহ ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি, আব্দুর রশিদ শিক্ষা কর্মকর্তা, আব্দুল করিম সহকারী কমিশনার (ভূমি), মোঃ তারিক কামাল অফিসার ইনচার্জ মধুপুর থানা, মোঃ শরিফ আহমেদ নাসির ভাইস চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ, আমিনা বেগম মহিলা বিষয়ক সম্পাদক, এ সময় প্রশাসনের সকল সেক্টরের কর্মকর্তাগণ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ ছাত্র ছাত্রীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মধুপুর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করে উপস্হিত বক্তাগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply