বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আমজাদ হোসেন স্মরণে এক শোকসভা একাডেমিক ভবনের ৪১৭ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মনসুর মুসার সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের শিক্ষক আকতারুল ইসলামের সঞ্চালনায় উক্ত শোকসভায় ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন ইবির ১১ শিক্ষক ও ৩৯ শিক্ষার্থী
এ সময় তাঁর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি একজন অত্যন্ত শান্ত মনের পরোপকারী মানুষ ছিলেন। বিভাগের উন্নয়নের জন্য তার অনেক রকম পরিকল্পনা ছিলো। তারা বলেন, এছাড়াও তিনি বিপদাপদে সাধারণ ছাত্রছাত্রী ও গরীব মানুষকেও নানাভাবে সাহায্য করতেন। বক্তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুনঃ গাজীপুরে ১৮শ’ কেজি মাংস ও ৫শ’ কেজি মৎস্য খাদ্য ধ্বংস
প্রসঙ্গত উল্লেখ্য যে, ড. মোঃ আমজাদ হোসেন ২০১৬ সালে ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ২০১৭ সালের ১১ নভেম্বর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হন। এর আগে তিনি প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিসিএস ক্যাডার (শিক্ষা) হিসেবে তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। ড. মোঃ আমজাদ হোসেন ১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রী লাভ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply