মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— জামালপুরের মেলান্দহে ঘোষেরপাড়া ফজিলা নছিম রইচ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লিয়াকত আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার নির্বাহী অফিসার নিলুফা আক্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় ব্যর্থ প্রেমিকের ছুরিকাঘাতে কলেজ ছাত্রী আহত
আরও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী অঙ্গ সংগঠনের সদস্যরা, চর ঘোষেরপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধাগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী আলোচনা সভার পরে মাঠে গ্রামীন ঐহিত্যের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোষেরপাড়া ফজিলা নছিম রইচ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ খোরশেদ আলম এবং মানঞ্জুরুল করীম হিমেল।
দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। উক্ত ক্রীড়া প্রতিযোগীতায় দৌড়, চাকতি, বর্শা ও গোলক নিক্ষেপ, উচ্চ ও দীর্ঘ লাফসহ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply